চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানকে ক্রেস্ট প্রদান

সমীকরণ প্রতিবেদক:
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাওহীদ গ্রুপের পক্ষ থেকে থেকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজলকে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে ওসি মাহাব্বুর রহমানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তাওহীদ ক্যাটল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বিসিক যুব ও নারী উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার তাওহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তাওহীদ গ্রুপের সিইও মো. তাহমিদ হাসান তমালসহ আরও অনেকে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান কাজল উদ্যোক্তা তাওহীদুল ইসলামসহ সবাইকে শুভকামনা জানান।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ সালের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল খুলনা রেঞ্জের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।