
সমীকরণ প্রতিবেদন:
প্রথমবারের মতো চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রিবার্ষিক এ নির্বাচনে মামুন-মাসুদ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ পেয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৬ জন ভোটারের মধ্যে ৮৩ জন তাঁদের ভোটাধিকার প্রদান করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমি নির্বাচনের নির্বাচন কমিশনার কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি শামীম ভূঁইয়া বলেন, প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররাও উৎসবমুখর পরিবেশ তাঁদের ভোট প্রয়োগ করতে পেরে খুশি। নির্বাচিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে শিল্পকলার উন্নয়নে কাজ করবে বলে আশা করছি।
এদিকে, ফল ঘোষণার পর গতরাতেই নবনির্বাচিত পরিষদের সদস্যরা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। একইসাথে সংসদ সদস্যকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ। শিল্পকলার স্বার্থে এবং তাদের কার্যক্রমে গতিশীলতা আনতে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানান এমপি ছেলুন জোয়ার্দ্দার। তিনি বলেন, বিলুপ্তপ্রায় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে নবনির্বাচিত কমিটিকে নিরলস পরিশ্রম করতে হবে। শিল্পকলার উন্নয়নের জন্য সবসময় পাশে থেকে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমির ত্রিবার্ষিক নির্বাচনে ১০টি পদে মামুন-মাসুদ পূর্ণাঙ্গ প্যানেল ও চার পদে বাবু-রোকনুজ্জামান প্যানেলের ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ১০ পদেই জয় পেয়েছে মামুন-মাসুদ প্যানেল। নির্বাচনে সহসভাপতির দুই পদের মধ্যে ৬৭ ভোট পেয়ে মিজানুর রহমান ১ম এবং ৫১ ভোট পেয়ে ২য় হয়েছেন কাজী আমিরুল ইসলাম কাছেদ। প্রতিদ্বন্দ্বী প্রাথী হারুন অর রশিদ বাবু পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মাসুদুর রহমান ৭১ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রাথী রোকনুজ্জামান পেয়েছেন ১১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন ৬৭ ভোট ও মাসুদ রানা ৫৯ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রাথী মাসুদ রানা লিটন পেয়েছেন ১৫ ভোট। ৫টি সদস্য পদে ১ম হয়েছেন আমিরুল ইসলাম ৭২ ভোট, ২য় হয়েছেন আকরাম খাঁ শান্ত ৭১, ৩য় হয়েছেন আরাফাত রহমান ৬৮ ভোট, ৪র্থ মাহফুজুর রহমান ৬৭ ভোট ও ৫ম হয়েছেন শরিফুল ইসলাম ৬৬ ভোট পেয়ে। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রাথী জাহাঙ্গীর আলম সুইট পেয়েছেন ১৮ ভোট।
উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচন। আগামী তিন বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে নির্বাচিত এ কার্যনির্বাহী কমিটি। ১০ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করবেন।