চুয়াডাঙ্গা রবিবার , ৬ মার্চ ২০২২

চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নিউজ রুমঃ
মার্চ ৬, ২০২২ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পদ্মবিলা ৮নম্বর ওয়ার্ডের পিরোজখালি গ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সমন্বয়ক টিমের সদস্য ও ইউনিয়ন পরিষদ সদস্য মেম্বর আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু।

                সমাবেশে বিষেশ অতিথি থেকে বক্তব্য দেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপ্টন। এসময় উপস্থিত থেকে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির বিষেশ দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল কালাম আজাদ, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক  সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুর ইসলাম মোমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম.এইচ মোস্তফা, জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফ।

                পদ্ববিলা ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য মাসুদুর রায়হান কাজলের উপস্থাপনায় সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য প্রফেসার আতিয়ার রহমান, হিমু জোয়াদ্দার, নিজামুদ্দিন জোয়ার্দার, অহিদুল ইসলাম, স্বরপ মণ্ডল, আব্দুল রাজ্জাক বাবুল, সাজিবর রহমান, আজিবর রহমান, বজলুর রহমান, সালাউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান জোয়ার্দার মানিক প্রমুখ।

                সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে কিরামত আলী, সিনিয়র সহ-সভাপতি মিনাজ, সাধারণ সম্পাদক জয়নাল, যুগ্ম সম্পাদক ইছানুল, সাংগাঠনিক সম্পাদক আলম, সহ সাংগঠণিক সম্পাদক মমিন, প্রচার সম্পাদক বজলু ও ইউসুফকে দপ্তর সম্পাদক করে করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।