তৌফিক সভাপতি ও রাজু সম্পাদক
সমীকরণ প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা রেল বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রেল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সসম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, সহসভাপতি শাহাবুদ্দীন মল্লিক, রেলবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিপুল শরীফ ও জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান। সম্মেলনটি সঞ্চালনা করেন রেলবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ শরীফ। সম্মেলনের আয়োজন করেন চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ীবৃন্দ।
সম্মেলনে রেল বাজার উন্নয়নের স্বার্থে সমগ্র বাজারকে একটি কমিটি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়। স্থানীয় বাজার ব্যবসায়ীদের সমর্থনে তৌফিক উল ইসলাম জোয়ার্দ্দারকে সভাপতি ও সাজ্জাদুল আলম রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।