সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়া থেকে গভীর রাতে মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছে।
রোববার দিন গত আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে মাসুম মন্ডলের বাড়ির সামনে থেকে চুয়াডাঙ্গা-হ-০২-০১৫৭ জিংফু১২৫ সিলভার কালারের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
মোটরসাইকেলের মালিক মাসুম মন্ডল জানান, তিনি তার মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে রেখে বাড়ির ভেতরে যান।কিছুক্ষণ পরে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই।
এঘটনায় তাৎক্ষণিকভাবে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।