
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা বড় বাজার পাড়া নিবাসী ভি. জে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও কমলাপুর পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট মো. সদরুল উলা (পুটু স্যার) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পুটু স্যার দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগ ও সম্প্রতি নিউমোনিয়ায় ভুগছিলেন। তাঁর প্রথম নামাজে জানাযা গতকাল রাত সাড়ে ১১টায় ঢাকার কল্যাণপুর কেয়ারী বুরুজ সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ যোহর চুয়াডাঙ্গায় জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাযা ও দাফনকার্যে সকলকে শরীক হতে সবিনয় অনুরোধ জানিয়েছেন।