চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সামনে প্রধান বিচারপতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। অসৌজন্যমূলক আচারণেরও শিকার হতে হয়। এরপ্রেক্ষিতে গতরাত ৯টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব তাৎক্ষণিকভাবে এক সভার আয়োজন করা হয়। এ সভায় বিষয়টি নিয়ে বিষদে আলোচনার পর সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক যুক্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রস্তাবের কথা জানিয়ে বলা হয়েছে, সাংবাদিকদের সংবাদ গ্রহণ পেশগত দায়িত্ব। যেখানে দেশের মাননীয় প্রধান বিচারপতি কিছূ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধা প্রদান ও অসৌজন্যমূলক আচরণ কোনভাবে কাম্য নয়। এটা নিন্দনীয়।