চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড আ.লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় পৌর এলাকার ফার্মপাড়া নার্সারি মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান তালুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মনে রাখতে হবে বঙ্গবন্ধু সবসময়ই খেটে খাওয়া দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করতেন। সেই আদর্শকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশের জনগণের সেবা করতে হবে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে সকল মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের সত্য সংবাদটি পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে।’ এছাড়াও তিনি নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস এবং জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন ও জেলা যুবলীগের সাবেক আহ্বাহক আরেফিন আলম রঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পির মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোয়াজ উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, শেখ সেলিম, টুটুল, সুমন, পৌর সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, এলাকার দলীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, যুব লীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করেন ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শান্তি ইসলাম।