
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ওয়ার্ডের আবদার মিয়ার চালাতে এ সভা অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক পচার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করতে সকল মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের সত্য সংবাদটি পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধু সবসময়ই খেটে খাওয়া দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করতেন। সেই আদর্শকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশের জনগণের সেবা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে। এসময় তিনি নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বা জানান।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক।