নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের অর্ন্তগত ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ সিদ্দীক সোহেলের সভাপতিত্বে প্রান অতিথি ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহাম্মেদ। পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদির সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহাম্মেদ, পৌর ছাত্রদলের সদস্য রনি বাধন, আরমান আহামেদসহ পৌর ছাত্রদলের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের পদপ্রত্যাশিত কর্মীরা।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।