
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব, বর্তমানে ভেড়ামারা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলামকে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন এ রায় দেন। রায়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস। তিনি বলেন, ১২ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত করতে সক্ষম হওয়ায় আদালত কাজী শরিফুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বলছেন, ‘আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজারকে কুপ্রস্তাব দিত তৎকালীন সচিব কাজী শরিফুল ইসলাম। ২০১৬ সালে ১২ জুলাই ওই নারী একা কক্ষে কাজ করছিলেন। এসময় শরিফুল ইসলাম তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কিলঘুষি মেরে সুপারভাইজারকে আহত করা হয়। পরে সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় ওই নারী ২০১৬ সালের ১ আগস্ট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।