
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সমবয় নিউ মার্কেট ব্যবসা পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় সমিতির কার্যালয়ে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আইন উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। ব্যবসায়ী আলহাজ্ব ফিরোজ উদ্দিনের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়। তিলাওয়াতের পর জেলা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি-সাধারণ সম্পাদকসহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সকল প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদেরকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বারস অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ মর্তূজা, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু ও সিনিয়র সহসভাপতি হাজী শাহাবুদ্দিন।
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসা পরিচালনা পর্ষদের উপদেষ্টা শাহজাহান আলীর উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইলকে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এরপর পর্যায়ক্রমে আমন্ত্রিত অতিথি ও উপদেষ্টাগণ নবনির্বাচিত কমিটির প্রত্যেককে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার শাহজাহান, এ আলীজ্জামান, আতিয়ার রহমান লাড্ডু, রেদওয়ানুর রহমান রোকন ও মশিউর রহমান আবু। এছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান বলেন, চুয়াডাঙ্গা নিউ মার্কেট একটি অভিজাত ব্যবসাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। এ কমিটির কাছে চুয়াডাঙ্গা জেলাবাসীর অনেক আশা-আকাক্সক্ষা রয়েছে। সেই আশা-আকাক্সক্ষা যেন পুরোপুরি পূরণ হয়, সেদিকে নবনির্বাচিত কমিটির সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচন শেষ সকল প্রতিদ্বন্দ্বিতাও শেষ। কাঁধে কাঁধ মিলিয়ে এখন সকলে একযোগে কাজ করে নিজেদের ব্যবসায়িক সুনাম আরও বাড়াতে হবে। ক্রেতারা যেন হয়রানির শিকার না হয়। সিনিয়রদের সম্মান করতে হবে এবং সকলে পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার বলেন, নবনির্বাচিত কমিটিতে বেশকিছু তরুণ সদস্য জায়গা করে নিয়েছেন। কমিটির একাধিকবার নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল এতদিন অনেকটা একা একাই সংগ্রাম করেছেন নিউ মার্কেট ব্যবসাকে এগিয়ে নিতে। এখন সময় এসেছে নবীন ও তরুণ সদস্যদের সঙ্গে নিয়ে নিউ মার্কেট ব্যবসাকে আরও সামনে এগিয়ে নেওয়ার। আল্লাহ সুদ-ঘুষকে হারাম করেছে, ব্যবসাকে করেছে হালাল। তাই আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে ক্রেতা সাধারণকে যেন হয়রানি বা মাত্রাতিরিক্ত মূল্যে পণ্যসামগ্রী ক্রয় করতে বাধ্য না করা হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে নবগঠিত কমিটির কার্যক্রম যেন আরও পরিচ্ছন্ন হয়, আমি সেই দোয়া ও আশির্বাদ জানাচ্ছি।
অভিষেক অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিক শাহ আলম সনি নিউ মার্কেটে আগত নারী-পুরুষ, শিশুসহ সকল শ্রেণির ক্রেতাদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শৌচাগার নির্মাণের দাবি জানান। বারবার নির্বাচিত ও নবনির্বাচিত কমিটির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল বলেন, ‘খুব শীঘ্রই নবনির্বাচিত কমিটির সকলকে সঙ্গে নিয়ে ও সাধারণ ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে আধুনিক ও যুগোপযোগী শৌচাগার নির্মাণের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা নামাজ আদায় করার জায়গা তৈরি করা হবে।’ তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেটের ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কে প্রশাসনসহ কোনো ক্রেতা সাধারণ যাতে অভিযোগ না করে, সেই রকম কাজ করতে হবে সকলকে। কারণ নিউ মার্কেটে যারা ক্রেতা হিসেবে আসে, তারা এই সমাজেরই মানুষ আমরাও সমাজের বাইরে নয়। তাই তাদেরকেও সম্মান করতে হবে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভুল না করার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য, ১৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত ত্রিবার্ষিক কমিটির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সিনিয়র সহসভাপতি মো. আশাবুল হক ফিরোজ, সহসভাপতি মেহেদী ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বকুল ও সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান জুয়েল। সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. আব্দুল আজিজ, মো. আনোয়ার হোসেন আনু, মো. আতিকুর রহমান পিপুল, মো. শামীম, মো. জাহিদুর রহমান সাবু, শ্রী নিশিথ চক্রবর্তী, মো. জাহিদুর রহিম, শ্রী বিভাষ কুমার দেবনাথ, মো. সরোয়ার জামান ডালিম, শেখ শামীম, মো. শরিফুল ইসলাম রিমু ও মাহবুবুর রহমান সাগর।