চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলির মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমালোচনা
- আপলোড টাইম : ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৭৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলির মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। একদিকে দেশে বানভাসীদের দূরাবস্থা অন্যদিকে উৎসব করে মোটরসাইকেল শোডাউন করায় চুয়াডাঙ্গাব্যাপী সমালোচনা তৈরি হয়। গতকাল শনিবার সদর উপজেলার বদরগঞ্জ বাজার থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রবেশ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। পরে কেদারগঞ্জ নতুন বাজারে সংক্ষিপ্ত সমাবেশেও বক্তব্য দেন তিনি।
মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যে একটি ছাদখোলা প্রাইভেটে মিলির পাশে হাত নাড়তে দেখা যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকেও। তাদের উভয়ের গলায় ফুলের মালা দেখা যায়। তারা হাত নেড়ে নেড়ে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে গুটি কয়েক মোটরসাইকেল নিয়ে দেশের এই ক্রান্তিকালে আনন্দ উৎসব করে দুঃসময়ে মাঠে না থাকা নেত্রীর প্রবেশ এবং নানা রকম ঘোষণা বিএনপিমনাদের মনে কষ্ট দিয়েছে। সচেতন সমাজে ব্যাপারটি বিরূপ আলোচনার জন্ম দিয়েছে। সচেতন সমাজের মানুষ বলছেন, এই সময় এসব উৎসব বা ফলাও করে জেলায় আসা মোটেই মানায় না। দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসূচি থাকার সময়ে ফুলের মালা পরে আনন্দ উৎসব করা মোটেও জনবান্ধব নেতা বা নেত্রীর উদাহরণ নয়।