চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সঙ্গে পরিবেশক সমিতির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা পরিবেশক সমিতির নতুন কমিটির সদস্যরা। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবেশক সমিতির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. মাহাবুবুল আলম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা, সহসাংগঠনিক সম্পাদক কিংকর কুমার দে, অর্থ সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, দপ্তর সম্পাদক সামিউল আওয়াল অপু, প্রচার সম্পাদক সুমন পারভেজ খান, নির্বাহী সদস্য হাজী মো. সালাউদ্দীন চান্নু ও আসলাম উদ্দীন।