নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে কিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলাব্যাপী গ্রুপভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও অন্যান্য পুলিশ সদস্যরা।