ইপেপার । আজ সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গুড সার্ভিসেস মার্ক ও অর্থ পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার সকাল সাড়ে নয়টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে প্যারেডটি উৎসাহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।
পরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্যারেডের শারীরিক ফিটনেস ও শৃঙ্খলার ওপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং যোগ্য অফিসারদের গুড সার্ভিসেস (জিএস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশের শৃঙ্খলা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং আইজিপি ও খুলনা রেঞ্জ ডিআইজি’র নির্দেশনা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অপরিহার্য। এবং মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গুড সার্ভিসেস মার্ক ও অর্থ পুরস্কার প্রদান

আপলোড টাইম : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার সকাল সাড়ে নয়টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের অংশগ্রহণে প্যারেডটি উৎসাহ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।
পরে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্যারেডের শারীরিক ফিটনেস ও শৃঙ্খলার ওপর সন্তুষ্টি প্রকাশ করেন এবং যোগ্য অফিসারদের গুড সার্ভিসেস (জিএস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশের শৃঙ্খলা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং আইজিপি ও খুলনা রেঞ্জ ডিআইজি’র নির্দেশনা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অপরিহার্য। এবং মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।