
জীবননগর অফিস:
জীবননগরে শ্রেষ্ঠ সন্তান সম্মননা প্রদান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে ধোপাখালী হাইস্কুল প্রবীণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবর্ধনা প্রদান করা হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।