নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গতকাল রোববার বিকেল চারটায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছাবিনিময় করেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, নাসির উদ্দীন মৃধাসহ কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।