ইপেপার । আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দলের নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
চুয়াডাঙ্গা:
দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বিকেল পাঁচটায় জেলা সাহিত্য পরিষদ থেকে র‌্যালিটি বের করা হয়। এর আগে বিকেল চারটা থেকে জেলা স্বেচ্ছাসেদক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সাহিত্য পরিষদ চত্বরে জড় হয়। পরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ র‌্যালির উদ্বোধন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ বলেন, ‘অন্য কোনো দলের নেতা-কর্মীকে দলে ভেড়ানো যাবে না। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতা-কর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের কোর্ট মোড়, পুরাতন হাসপাতাল সড়ক, বড় বাজার শহীদ হাসান চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলাউদ্দীন খান, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাত, প্রচার সম্পাদক মাবুদ সরকার, অর্থনীতি বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ, শিল্পবিষয়ক সম্পাদক সামাদ শাহাজামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেল আলী, ধর্মবিষয়ক সম্পাদক বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আলিম জোয়ার্দ্দার।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হামাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম শাহারিয়ার লিটন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, আলমডাঙ্গা উপজেলের আহ্বায়ক এমদাদ হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিক, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নান মাস্টার, সদস্য সচিব রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আলমডাঙ্গা পৌর আহ্বায়ক কামরুল হাসান, সদস্য সচিব জাকারিয়া শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের চুয়াডাঙ্গা সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সানোয়ার মেম্বার, আব্দুস সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক মহসিন আলী, একরামুল হক ইমন, দর্শনা থানা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, দর্শনা পৌর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামার সজিব, আবু সাইদ, এনামুল হক, মুহিন কুমার, সাহিন হোসেন, মমিন, আলমডাঙ্গা উপজেলা যুগ্ম আহ্বায়ক খাইরুল হোসেন, আলমডাঙ্গা পৌর যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা প্রমুখ।

মেহেরপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজিমউদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ইলিয়াস হোসেন, সভাপতি শহিদুল ইসলাম সেণ্টু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান সজীবসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতা-কর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ৫ আগস্ট এই স্বৈরচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্যদিয়ে বাংলার ১৮ কোটি মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি।
তিনি বলেন, ইতিমধ্যে সকল সিটি কর্পোরেশনসহ জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচন বাতিল হতে চলেছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কল্যাণে কাজ করুন, এদেশে আবার জনগণের আত্মার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ১০:৪৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দলের নেতা-কর্মীরা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
চুয়াডাঙ্গা:
দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বিকেল পাঁচটায় জেলা সাহিত্য পরিষদ থেকে র‌্যালিটি বের করা হয়। এর আগে বিকেল চারটা থেকে জেলা স্বেচ্ছাসেদক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সাহিত্য পরিষদ চত্বরে জড় হয়। পরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ র‌্যালির উদ্বোধন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ বলেন, ‘অন্য কোনো দলের নেতা-কর্মীকে দলে ভেড়ানো যাবে না। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতা-কর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের কোর্ট মোড়, পুরাতন হাসপাতাল সড়ক, বড় বাজার শহীদ হাসান চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলাউদ্দীন খান, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাত, প্রচার সম্পাদক মাবুদ সরকার, অর্থনীতি বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ, শিল্পবিষয়ক সম্পাদক সামাদ শাহাজামাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেল আলী, ধর্মবিষয়ক সম্পাদক বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আলিম জোয়ার্দ্দার।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হামাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম শাহারিয়ার লিটন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, আলমডাঙ্গা উপজেলের আহ্বায়ক এমদাদ হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিক, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নান মাস্টার, সদস্য সচিব রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আলমডাঙ্গা পৌর আহ্বায়ক কামরুল হাসান, সদস্য সচিব জাকারিয়া শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের চুয়াডাঙ্গা সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সানোয়ার মেম্বার, আব্দুস সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক মহসিন আলী, একরামুল হক ইমন, দর্শনা থানা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, দর্শনা পৌর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামার সজিব, আবু সাইদ, এনামুল হক, মুহিন কুমার, সাহিন হোসেন, মমিন, আলমডাঙ্গা উপজেলা যুগ্ম আহ্বায়ক খাইরুল হোসেন, আলমডাঙ্গা পৌর যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা প্রমুখ।

মেহেরপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজিমউদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ইলিয়াস হোসেন, সভাপতি শহিদুল ইসলাম সেণ্টু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান সজীবসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতা-কর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ৫ আগস্ট এই স্বৈরচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্যদিয়ে বাংলার ১৮ কোটি মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি।
তিনি বলেন, ইতিমধ্যে সকল সিটি কর্পোরেশনসহ জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচন বাতিল হতে চলেছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কল্যাণে কাজ করুন, এদেশে আবার জনগণের আত্মার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ।