ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত

ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি এবং বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণ এ কর্মসূচি পালন করে।
আলমডাঙ্গা:
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ও বন্যাদুর্গত মানুষের সাহায্যের লক্ষ্যে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর আলমডাঙ্গা শহরের আল-তায়েবা মোড়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানান।
মানবন্ধনে বক্তারা বলেন, ভারত আমাদের অস্তিত্বের শত্রু, বাংলাদেশি সভ্যতার শত্রু, আমাদের স্বাধীন সার্বভৌমত্বের শত্রু, আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের শত্রু। ফারাক্কা, টিপাইমুখ, ডম্বু, গজলডোবা বাঁধ, এগুলি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে চাণক্য চণ্ডাল ভারতের এক একটি মারণাস্ত্র। মানবীয় সভ্যতার বিরুদ্ধে দানবীয় চক্রান্ত।
তারা আমাদের দেশে তাদের পদলেহী আজ্ঞাবহ পুতুল সরকার চায়। কারণ বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে, স্বগৌরবে মাথা উঁচু করে বাঁচতে শিখলে ভারতের সেভেন সিস্টারও স্বাধীনতা লাভে অনুপ্রেরণা পাবে। ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবে। তাই তারা সফল বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে না। ষড়যন্ত্র অব্যাহত রাখে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনই নেহেরু ডট্রিন মেনে নেবে না।
আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সমন্বয়ক শরিফুল ইসলাম পিণ্টুর উপস্থাপনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা শাফায়েত উল ইসলাম হিরো, সমন্বয়ক রহমান মুকুল, ফজলুল হক শামিম, এমদাদ হোসেন, হাবিবুল করিম চঞ্চল, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, মাওলানা আকরাম হোসেন, মাওলানা ইমদাদুল হক, ফিরোজ ইফতেখার, আসিফ আল আজাদ অমি, আবির আনাম, ত্রাণ বিগ্রেডের প্রধান সমন্বয়ক মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, তানভির ফয়সাল অনিক, রহিদুল ইসলামসহ শিক্ষার্থীরা। মানববন্ধনের পূর্বে বন্যার্তদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের উদ্যোগে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি গঠন করা হয়। গতকাল বেলা ১১টায় শহরের হ্যামলেট ক্যাফেতে উপজেলার সকল শ্রেণি-পেশার প্রতিনিধি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একত্রিত হয়ে বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে এ কমিটি গঠন করে কর্মপদ্ধতি প্রণয়ন করে। এসময় ত্রাণ সংগ্রহ ও বিতরণের জন্য কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মাওলানা শাফায়েত উল ইসলাম হিরোকে প্রধান সমন্বয়ক ও ফজলুল হক শামীম (শিক্ষাপ্রতিষ্ঠান), রহমান মুকুল (ব্যাংক-বীমা-অফিস), ফিরোজ ইখতেখার (মিডিয়া), হাবিবুল করিম চঞ্চল (প্রবাসী), এমদাদ হোসেন (প্রচার ও জনসংযোগ), শায়খ ইমদাদুল হক (ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান), আব্দুল্লাহ আল মামুন (ব্যবসা সংগঠন), নূর মোহাম্মদ হুসাইন টিপু (ইউনিয়ন), মাওলানা আকরাম হুসাইন (মসজিদ), ডাক্তার আব্দুল্লাহ আল মামুন (চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার), শরিফুল ইসলাম পিণ্টু (ক্রয়), আসিফ আল আজাদ অমি (ছাত্র প্রতিনিধি) ও আবির আনামকে (ছাত্র প্রতিনিধি) সমন্বয়ক করে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি গঠন করা হয়।

মেহেরপুর:
ভারত সরকার কতৃক অবৈধ বাঁধ দিয়ে বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের ছাত্রসমাজ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে বড়বাজার প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্র-নেতারা।
এসময় তারা বলেন, ভারত ইচ্ছা করে আমাদের বিপদে ফেলার জন্য বাঁধ খুলে দিয়েছে। অথচ যখন আমাদের পানি দরকার, তখন তারা বাঁধ দিয়ে রাখে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ন্যায্য পানির বণ্টন দাবি করছি। বিক্ষোভ মিছিলে অংশ নেয় মেহেরপুর শহরের বালিকা বিদ্যালয়, বালক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত

ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ

আপলোড টাইম : ১০:০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি এবং বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণ এ কর্মসূচি পালন করে।
আলমডাঙ্গা:
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ও বন্যাদুর্গত মানুষের সাহায্যের লক্ষ্যে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর আলমডাঙ্গা শহরের আল-তায়েবা মোড়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানান।
মানবন্ধনে বক্তারা বলেন, ভারত আমাদের অস্তিত্বের শত্রু, বাংলাদেশি সভ্যতার শত্রু, আমাদের স্বাধীন সার্বভৌমত্বের শত্রু, আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের শত্রু। ফারাক্কা, টিপাইমুখ, ডম্বু, গজলডোবা বাঁধ, এগুলি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে চাণক্য চণ্ডাল ভারতের এক একটি মারণাস্ত্র। মানবীয় সভ্যতার বিরুদ্ধে দানবীয় চক্রান্ত।
তারা আমাদের দেশে তাদের পদলেহী আজ্ঞাবহ পুতুল সরকার চায়। কারণ বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে, স্বগৌরবে মাথা উঁচু করে বাঁচতে শিখলে ভারতের সেভেন সিস্টারও স্বাধীনতা লাভে অনুপ্রেরণা পাবে। ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবে। তাই তারা সফল বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে না। ষড়যন্ত্র অব্যাহত রাখে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনই নেহেরু ডট্রিন মেনে নেবে না।
আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সমন্বয়ক শরিফুল ইসলাম পিণ্টুর উপস্থাপনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা শাফায়েত উল ইসলাম হিরো, সমন্বয়ক রহমান মুকুল, ফজলুল হক শামিম, এমদাদ হোসেন, হাবিবুল করিম চঞ্চল, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, মাওলানা আকরাম হোসেন, মাওলানা ইমদাদুল হক, ফিরোজ ইফতেখার, আসিফ আল আজাদ অমি, আবির আনাম, ত্রাণ বিগ্রেডের প্রধান সমন্বয়ক মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, তানভির ফয়সাল অনিক, রহিদুল ইসলামসহ শিক্ষার্থীরা। মানববন্ধনের পূর্বে বন্যার্তদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের উদ্যোগে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি গঠন করা হয়। গতকাল বেলা ১১টায় শহরের হ্যামলেট ক্যাফেতে উপজেলার সকল শ্রেণি-পেশার প্রতিনিধি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একত্রিত হয়ে বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে এ কমিটি গঠন করে কর্মপদ্ধতি প্রণয়ন করে। এসময় ত্রাণ সংগ্রহ ও বিতরণের জন্য কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মাওলানা শাফায়েত উল ইসলাম হিরোকে প্রধান সমন্বয়ক ও ফজলুল হক শামীম (শিক্ষাপ্রতিষ্ঠান), রহমান মুকুল (ব্যাংক-বীমা-অফিস), ফিরোজ ইখতেখার (মিডিয়া), হাবিবুল করিম চঞ্চল (প্রবাসী), এমদাদ হোসেন (প্রচার ও জনসংযোগ), শায়খ ইমদাদুল হক (ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান), আব্দুল্লাহ আল মামুন (ব্যবসা সংগঠন), নূর মোহাম্মদ হুসাইন টিপু (ইউনিয়ন), মাওলানা আকরাম হুসাইন (মসজিদ), ডাক্তার আব্দুল্লাহ আল মামুন (চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার), শরিফুল ইসলাম পিণ্টু (ক্রয়), আসিফ আল আজাদ অমি (ছাত্র প্রতিনিধি) ও আবির আনামকে (ছাত্র প্রতিনিধি) সমন্বয়ক করে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি গঠন করা হয়।

মেহেরপুর:
ভারত সরকার কতৃক অবৈধ বাঁধ দিয়ে বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের ছাত্রসমাজ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে বড়বাজার প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্র-নেতারা।
এসময় তারা বলেন, ভারত ইচ্ছা করে আমাদের বিপদে ফেলার জন্য বাঁধ খুলে দিয়েছে। অথচ যখন আমাদের পানি দরকার, তখন তারা বাঁধ দিয়ে রাখে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ন্যায্য পানির বণ্টন দাবি করছি। বিক্ষোভ মিছিলে অংশ নেয় মেহেরপুর শহরের বালিকা বিদ্যালয়, বালক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা।