ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধসহ স্কুল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলার প্রধান সড়কের লোকনাথপুর ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া-জালশুকা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষিকা তাজমিনা খাতুন (৪৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আমজাদ হোসেন (৬০)।

জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক জানান, তাজমিনা খাতুন তার স্বামী উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আব্দুস শুকুরের সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় বাড়িতে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুর এলাকায় পৌঁছালে অবৈধ ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় তাজমিনা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহত বৃদ্ধ আমজাদ হোসেনের নাতি জানান, আমজাদ হোসেন ঝালমুড়ি কিনে বাড়িতে ফেরার পথে বোয়ালিয়া-জালশুকা গ্রামের ব্রিজের কাছে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুটি মৃত্যুর বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর মো. আসিফ মুজতবা জানান, তাজমিনা খাতুন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে পাঠানো হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে, আমজাদ হোসেনকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। জরুরি বিভাগে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, পৃথক মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধসহ স্কুল শিক্ষিকার

আপলোড টাইম : ০৯:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলার প্রধান সড়কের লোকনাথপুর ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া-জালশুকা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষিকা তাজমিনা খাতুন (৪৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আমজাদ হোসেন (৬০)।

জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক জানান, তাজমিনা খাতুন তার স্বামী উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আব্দুস শুকুরের সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় বাড়িতে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের লোকনাথপুর এলাকায় পৌঁছালে অবৈধ ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় তাজমিনা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহত বৃদ্ধ আমজাদ হোসেনের নাতি জানান, আমজাদ হোসেন ঝালমুড়ি কিনে বাড়িতে ফেরার পথে বোয়ালিয়া-জালশুকা গ্রামের ব্রিজের কাছে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুটি মৃত্যুর বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর মো. আসিফ মুজতবা জানান, তাজমিনা খাতুন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে পাঠানো হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে, আমজাদ হোসেনকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। জরুরি বিভাগে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, পৃথক মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।