
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা দামুড়হুদায় ও ঝিনাইদহে ছাত্র-ছাত্রীদের ডিম ও দুধ খাওয়ানোর মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা ও ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ দপ্তর পৃথকভাবে দিবসটি পালন করে।
দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানোর মধ্যদিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়।
উপজেলা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. তাছলিমা খাতুন। এছাড়াও অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন, ভেটেনারি সার্জন নাজমুল হাসান শাওন, ডা. রাকিবুল হাসান রাকিব, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক আলী আজগার সোনা, রাসেল আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান শাওন।
ঝিনাইদহ:
প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে দুধ খাওয়ানো উৎসব পালিত হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৭৭০ জন ছাত্রীকে দুধ খাওয়ানো হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী রানী পোদ্দার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. তারেক মুসা। আয়োজকরা জানায়, সেবা সপ্তাহ উপলক্ষে ছাত্রীদের দুধ খাওয়ার অভ্যাস করতেই বিদ্যালয়ের ছাত্রীদের দুধ খাওয়ানো হয়। সেসময় দুধের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন বক্তারা।