
সমীকরণ প্রতিবেদক:
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা যুবদল।
চুয়াডাঙ্গা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারেরর পতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছে জেলা যুবদল। গত বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে সাহিত্য পরিষদ চত্বরে ফিরে আসে। এসময় সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, সহসভাপতি নাসির উদ্দিন খেদু, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা যুবনেতা আব্দুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন খন্দকার আরিফ, মতিউর রহমান মিশর, ইমরান মহলদার রিন্টু, রাহানুল ইসলাম কাজল, সোহেল রানা নাজমুল, হাসান মালিক, আব্দুল্লাহ আল মাহাবুব, রুবেল হোসেন, বিল্লাল মেম্বার, আরিফ আহম্মেদ, খোকন আলী, রমজান আলী, কাজল হোসেন, মিলন আলী লিমন, অপু মালিক, জালাল উদ্দীন লিটন, মিলন মোল্লা, মোহন, আসাদ উল্লাহ, শামীম রেজা, হাকিম, সোহাগ, আরিফ জাকির, মামুন, সাকিব, মণ্টু, জামাল এনামুল, রফিকুল ইসলাম, সোহাগ, আবুজার, শরিফ, জিয়া, সাইফুল ইসলাম কনক, হাফিজুর রহমান, সাইফুল মেম্বারসহ চুয়াডাঙ্গা জেলা যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
ঝিনাইদহ:
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের নতুন হাটখোলা বাজার থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান, সহসাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, আশরাফুল ইসলাম আনন, আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, অবৈধ সরকার দেশ চালাতে ব্যর্থ। জনগনের দাবি আদায়ে বিএনপি’র আন্দোলন বন্ধ করতে এই সরকারের মদদে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।