চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ জোহর চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ দোয়া পরিচালনা করেন।
দোয়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি মুন্সি আলমগীর, হান্নান, আজাদ মালিতা, সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ আলাউদ্দীন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্দীন খান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম ইসলাম, ডা. ফকির মোহাম্মদ, হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাইফুল হাসান জোয়ার্দ্দর টোকন, ডা. মিজানুর রহমান, ডা. নাহিদ ফাতেমা রতœা এবং ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা কামনায় আলমডাঙ্গা সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কলেজের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সরকারি কলেজ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু ও বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন। আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা সোহেল রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক শাহাবুল হক, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাসানুজ্জামান।