নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের ২০০৪ সালের এসএসসি ব্যাচের ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শহরের একটি স্বনামধন্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ মিলন মেলা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের ২০০৪ সালের এসএসসি ব্যাচের আব্দুল আলিম, সাব্বির আহমেদ চঞ্চল, জাবিদ সর্দার, ইমন শেখ, ইকবাল মাহামুদ শান্ত, ইমরান হুসাইন, সাইফ জাহান, অপু বিশ্বাস, শরীফ জাহান, নাফিজ ইসলাম, নজরুল ডাবা, তারিখ মন্ডল, আক্তারুজ্জামান, মুক্ত প্রমুখ।
ইফতারের আগে চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের ২০০৪ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের উপস্থিতে এক মিলন উৎসবে পরিণত হয়। বন্ধুদের সাথে সাক্ষাতে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। আনন্দঘন পরিবেশের মধ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি বেশি করার উদোগ নেন উপস্থিত বন্ধুরা। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।