চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ট্রাকের টায়ার ফেটে আহত কিশোর

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ট্রাকের টায়ার ফেটে জিসান (১৫) নামের এক কিশোর গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সেলিমের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত জিসান আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের পূর্বপাড়ার ঝন্টুর ছেলে।

জানা যায়, জিসান সরোজগঞ্জ বাজারপাড়ায় নানীর বাড়িতে থেকে সেলিমের গ্যারেজে কাজ করে আসছিলো। গতকাল বিকেলে গ্যারেজে কাজ করার সময় একটি ট্রাকের চাকায় হাওয়া প্রবেশ করাচ্ছিলো জিসান। এসময় হঠাৎ করেই বিকট শব্দে টায়ারটি ফেটে জিসান ছিটকে পড়লে তার মাথায় গুরুতর জখম হয়। জখমস্থানে ১০টির অধিক সেলাই দেওয়া হয়েছে। এদিকে, জিসানের জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন।