চুয়াডাঙ্গা সোমবার , ৭ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার মোমিনপুর ও পদ্মবিলা ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নিউজ রুমঃ
মার্চ ৭, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথকস্থানে জেলা বিএনপির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার  চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৬ নম্বর ও পদ্মবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ৬ নম্বর ওয়ার্ডের খেজুরতলা গ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু। বিষেশ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রাথী  সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির বিশেষ সমন্বয় টিমের সদস্য আবুল কালাম আজাদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম.এইচ মোস্তফা, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন।

মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান শেখনের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সম্ময়ক টিমের সদস্য আব্দুল হান্নান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল সালাম, আব্দুল কুদ্দুস, আবু হাসান হাবীব রাঙ্গা, রাশেদুল, রবিউল ইসলাম, সামসুল আলম, মনোয়ার ইসলাম, রাকিবুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।

সম্মেলন শেষে মোমিনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি- ইসমাইল মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোজামেল হক মোজা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম ও শামসুল মালিথাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে, গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য বজলুর রহমান বজলু।

এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে পদ্মবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির  সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রবুল, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান ও সুজন মাহমুদকে সাংগাঠনিক সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলনে পবিত্র কুরআন তেলওয়াত করেন নুরে আলম সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।