
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা পরিবেশক সমিতির নেতা, সৌদি অটোর স্বত্ত্বাধিকারী সামসুল আলম বাবুর মা আলেয়া বেগম (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আলেয়া বেগম কোর্টপাড়ার মৃত আবুল হোসেন মণ্টুর স্ত্রী। গতকাল শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ের ১ নম্বর পানির ট্যাংকি সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা চুয়াডাঙ্গা কোর্ট জামে মরহুমার জানাযার নামাজ শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, আলেয়া বেগমের মৃত্যুতে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।