চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে কম্বল বিতরণকালে কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ও আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল তুলে দেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই-এর পরিচালক কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা।
কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। এখন বাংলাদেশ থেকে বিদেশে কাজের জন্য লোক যায়, ভবিষ্যতে আমাদের দেশে বিদেশ থেকে লোক আসবে কাজ করার জন্য। এ জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও দুইবার ক্ষমতায় আসা প্রয়োজন। প্রধানতন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের দরিদ্র মানুষের কথা ভেবেছেন। তারই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তারাদেবী ফাউন্ডেশন আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে।’
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘এ অঞ্চলের আবহাওয়া অনেকদিন থেকেই বৈরী হয়ে উঠেছে। গরমের সময় প্রচণ্ড গরম ও শীতকালে প্রচণ্ড শীত। বিশেষ করে শীতকালে শ্রমজীবী দরিদ্র মানুষেরা অসহায় হয়ে পড়েন। তীব্র শীতে কর্মহীন হয়ে পড়লে শীতবস্ত্র ক্রয় ক্ষমতাও হারিয়ে ফেলেন তারা। যারা আর্থিকভাবে স্বচ্ছল, তাদের উচিত সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কাজ করছি। চুয়াডাঙ্গাতে কারো হুইল চেয়ার লাগলে তারাদেবী ফাউন্ডেশন তাকে হুইল চেয়ার দেবে। আমরা শিক্ষাবৃত্তি চালু করেছি। কোভিডের সময় আপনারা দেখেন, তারা দেবী ফাউন্ডেশন কীভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে। পুরো মাসব্যাপী আমরা চেষ্টা করেছি ইফতারির ব্যবস্থা করার। তারাদেবী ফাউন্ডেশন আমার মায়ের নামে ফাউন্ডেশন। আমি এমনভাবে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি যে আমি যদি নাও থাকি, এই ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ হবে না। পৃথিবীর যেই প্রান্তেই আমি মারা যায়, তখন আমাকে দাহ করুক বা কবর দিক যেটাই করুক, সেটা যেন চুয়াডাঙ্গার মাটিতে করে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুর সালাম জোয়ার্দ্দার, আলমগীর মেম্বার, জাহিদ মেম্বার, শাহিনুর মেম্বার, আরিফ মেম্বার, আমিরুল মেম্বার, আসাদুল মেম্বার, উজ্জ্বল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।