নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেল থেকে চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশের কিছু এলাকায় পরিত্যাক্ত সরকারি অফিসসহ বেশ কিছু স্থাপনার মধ্যে মাদকসেবীদের আনাগোনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ ছিল। ওই সকল অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশের নেতৃত্ব চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একাধিক টিম অভিযানে নামেন। অভিযানকালে স্টেশন এলাকা, দৌলতদিয়াড় বিএডিসি অফিস, সাতগাড়ীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে আটক করেন।
এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আটককৃতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।