নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় চুনুরীপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে খোকন সরদার (৪৯) এবং পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদরাসা পাড়ার মৃত নায়েব আলীর ছেলে নয়ন (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে খোকন সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করেন।
এদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম নয়নের বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খোকন সরদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা এবং একই আইনে নয়নকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।