সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ৪ নম্বর ওয়ার্ডের সুবদিয়া গ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য সাজিবার রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির বিশেষ সমন্বয় টিমের সদস্য আবুল কালাম আজাদ ও জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
এসসময় আরো বক্তব্য দেন পৗর বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, ইয়াছিন হাসান কাকন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস মোস্তফা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, সাইমুজ্জামান মিশা, পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান ও সাহারু।
পদ্ববিলা ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য মাসুদুর রায়হান কাজলের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য প্রফেসার আতিয়ার রহমান, হিমু জোয়াদ্দার, নিজামুদ্দিন জোয়ার্দার, অহিদুল ইসলাম, স্বরপ মণ্ডল, আব্দুল রাজ্জাক বাবুল, সাজিবর রহমান, আজিবর রহমান, বজলুর রহমান, সালাউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান জোয়ার্দার মানিক।
সম্মেলন শেষে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবগুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ছমির উদ্দীন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিকুল, আবু বক্কর সিদ্দীককে যুগ্ম সম্পাদক করে ৫১ সদস বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
