চুয়াডাঙ্গার জামালপুরে ট্রাক্টর চাপায় কলেজছাত্র নিহত
- আপলোড টাইম : ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের জামালপুরে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আকাশ হোসেন (২০) নামের কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার জামালপুর গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিলন মিয়ার মেজো ছেলে। আকাশ তেঁতুল শেখ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেলে সরোজগঞ্জ থেকে খাড়াগোদার দিকে যাচ্ছিলেন আকাশ। তিনি জামালপুরে বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে সামনে একটি গরু চলে আসে। এসময় বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বালুভর্তি ট্রাক্টরকে আটক করে। এরপর গাড়িটি তিতুদহ ক্যাম্প হেফাজতে নেয় ক্যাম্প ইনচার্জ এসআই মামুন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।