প্রতিবেদক, তিতুদহ:
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির টাকা ও ১০টি বাইসাইকেল প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া।
বিতরণকালে ইউএনও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে, শিক্ষা ছাড়া দেশ বা জাতি কোনোভাবেই উন্নয়নের দারপ্রান্তে পৌঁছাতে পারে না।’ গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, আবুল কাশেম, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম ও গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্যাসী কুমার পাল। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
