
সমীকরণ প্রতিবেদক:
হরিজন সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার সভাপতি শ্রী দয়াল সর্দ্দার।
তাদের দাবিগুলো হলো- ১. জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব দেওয়া, ২. হরিজন শিক্ষিত ছেলে-মেয়েকে যোগ্যতা অনুযায়ী অফিসার পদে চাকরি দেওয়া, ৩. আউটসোর্সিং বন্ধ করে সরাসরি নিয়োগ দেওয়া, ৪. বৈষম্য বিলুপ আইন জরুরি ভিত্তিতে সংশোধন করে জাতীয় সংসদে পাস করা। ৫. জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে জাত হরিজন সম্প্রদায়কে ৮০ শতাংশ কোটা যথাযথ বাস্তবায়ন করা। ৬. জরুরি ভিত্তিতে হরিজন ভূমিহীনদের ভূমির ব্যবস্থাসহ পুনর্বাসন করা। ৭. পরিবার পরিকল্পনা মন্ত্রণায়লের নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দেওয়া।