
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে সকাল ৮টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এদিকে, প্রতিযোগিতার জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে জেলার চারটি উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে প্রতিযোগিতার স্থলে উপস্থিত থাকার জন্য।