চুয়াডাঙ্গায় সিপিবির প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি  মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটি। জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড জাহাঙ্গীর আলম।

উদীচীর পক্ষ থেকে গণসঙ্গীত পরিবেশনের পর কমরেড লুৎফর রহমানের সভাপতিত্বে ও কাজল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের ফয়সাল আহমেদ, যুব ইউনিয়নের আনোয়ার জোয়ার্দ্দার, কৃষক সমিতির ইয়াসিন খন্দকার, উদীচী শিল্পীগোষ্ঠীর বিপ্লব দাস, ওয়ার্কার্স পার্টির এম.এ. মামুন, বিপ্লবী কমিউনিস্ট লীগের আলাউদ্দিন উমর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরদার আলী হোসেন, প্রগতি লেখক সংঘের সদস্য বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী মণ্ডল, সিপিবি’র বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও সৈয়দ মজনুর রহমান।

আলোচকবৃন্দ লড়াই সংগ্রাম আত্মত্যাগ ও গৌরবের ৭৫ বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি বৈষম্য-শোষণ-দুর্নীতিমুক্ত সমতাভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়তে সমাজতান্ত্রিক সংগ্রাম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সকলে ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ গেয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানটির সমাপ্ত করে।