চুয়াডাঙ্গায় সাংবাদিক মাহফুজ মামুনের মায়ের ইন্তেকাল; আজ দাফন

নিজস্ব প্রতিবেদক:
সময় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মাহফুজ মামুনের মা রোকসানা খাতুন বেবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে রোকসানা খাতুন বেবীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, সাংবাদিক মাহফুজ মামুনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পদক বিপুল আশরাফ।