
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামের একাংশে নির্মিত চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা শহরের ৪টি বালিকা বিদ্যালয় ও ৪টি বালক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ রাসেল, চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিন, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা শাহরিয়ারসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক ইসলাম রকিব, সহকারী প্রশিক্ষক দিলরুবা খুকু ও রিক্তা ইসলাম।