সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় ফিতরা ও যাকাত নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কোর্ট জামে মসজিদে জেলা উলামা পরিষদের এক সভায় ফিতরা ১০০ টাকা ও জাকাতের নিসাব ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়।
ফিতরা ও যাকাত নির্ধারণী এ সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবী। গতকাল জেলা ওলামা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় জেলা উলামা পরিষদের সদস্যদের উপস্থিতিতে চুয়াডাঙ্গার জন্য চলমান বাজার যাচাই পূর্বক আটার দাম ৬০ টাকা হিসাবে (আধা সা’) ১ কেজি ৬৬৬ গ্রাম ধরে এ বছর সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং জাকাতের নিসাব রুপা ১ হাজার ১০০ টাকা দরে সাড়ে ৫২ তোলা হিসাবে (ভগ্নাংশ বাদে) ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে অপেক্ষাকৃত ধনীরা আটা ব্যতীত খেজুর ও কিশমিশ দ্বারা ফিতরা আদায় করতে পারবে। মধ্যম দামের খেজুর ৩শ টাকা দরে (১সা’) ৩ কেজি ৩৩২ গ্রাম, যার বাজার মূল্য ১ হাজার টাকা এবং কিশমিশ যার বাজার মূল্য ১ হাজার ৫শ টাকা।
জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, মুফতি আযীযুল্লাহ, মুফতি আনোয়ার হুসাইন, মুফতি আলী আকবার, মুফতি জাহাঙ্গীর আলম, মুফতি জাহিদ হাসান মাসুম, মাওলানা আব্দুল খালেক, মাওলানা হাফিজুর রহমান, মুফতি রুহুল আমিন, মুফতি জসীম উদ্দীন, মাওলানা শোয়াইব আহমাদ কাসেমী, মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা ওমর ফারুক, মুফতি জুনাইদ আল আজাদ ও মাওলানা মুস্তাফিজুর রহমান।