চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালন

সমীকরণ প্রতিবেদক:
‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ’ স্লে¬াগানে চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস- ২০২৩ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে থেকে শোভাযাত্রা ও শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান- পাটজাত দ্রব্যের বহুল ব্যবহারের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন-প¬াস্টিক পরিবহারের আহ্বান জানিয়ে বলেন, ‘পাট শিল্পের সোনালী অতীত ফিরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধতা অর্জনে আমাদের অবদান রাখতে হবে। নিজেরাও পাটজাত দ্রব্যের ব্যবহারে আন্তরিক হতে হবে। চাহিদা পুরণে পাটের আবাদেও কৃষককূলকে এগিয়ে আসতে হবে। পাটচাষে উদ্বুদ্ধ করার জন্য সকরার কিছু কৃষকের মধ্যে বিনামূল্যে যেমন বীজ সরবরাহ করছে, তেমনই মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণেরও নানামুখি উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ সফল করতে পারলে দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। ফলে সংশি¬ষ্ট সকলকে এ বিষয়ে আন্তরিক হতে হবে।’
গতকাল সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন ও গিতা থেকে পাঠ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটির উপস্থাপন করেন নেজারত ডেপুটি কালেক্টর মো. সাদাত হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকৌশলী আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা পাট উন্নয়ন সহকারী মো. আসাদুজ্জামান। কৃষকদের মধ্যে বক্তব্য দেন পাটচাষি সাইদুর রহমান। এ সময় প্রমাণ্য চিত্র মেলে ধরা হয়।
জাতীয় পাট দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাক খান আরও বলেন, ‘বিদেশেও পাটজাত দ্রব্যের কদর বেড়েছে। সরকার পাটচাষে যেমন প্রণোদনা দিচ্ছে, তেমনই দিচ্ছে পাট শিল্পে। এ শিল্পকে রক্ষা করার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধূর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে অবদান রাখতে হবে।’ তিনি মহান স্বাধীনতার মাসে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান।