চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

logo

নিজস্ব প্রকিবেদক:

জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে মাদক বিরোধী ফুটবল টর্নামেন্ট- ২০২৩ । ‘খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার আয়োজনে একদিনের এ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে দুপুর ২টায় ৪ দলের এ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট ভিত্তিক উদ্বোধন ম্যাচে মুখোমুখি হবে সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা পৌর কলেজ ও বদরগঞ্জ ডিগ্রি কলেজ। নকআউট ভিত্তিক এ প্রতিযোগিতার দুই ম্যাচে জয়লাভকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। জমকালো ফাইনাল শেষে বিকেল ৫টায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের মূল আয়োজক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বলে সম্মতি জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।