
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি গ্রুপে ৬০৮ জন প্রতিযোগী এ রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন ক্যাটাগরিতে স্কুল, কলেজের শিক্ষার্থীদের থেকে রচনা আহ্বান করা হয়। এ আহ্বানে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত তিন গ্রুপে ৬০৮ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই অনেক ভালো লিখেছে, তবুও শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে ১৮ জনকে বাছাই করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে একুশের চেতনাকে ছড়িয়ে দিতেই আমরা এ রচনা প্রতিযোগিতার আয়োজন করি। আমরা আশা করি প্রতিযোগীরা তাদের উদ্দীপনার মাধ্যমে একুশের চেতনাকে ধারণ করবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবে ৭১’র মহান মুক্তি সংগ্রাম। রক্তের ঋণ সম্পর্কে আরও বিস্তর ধারণা পাবে আমাদের আগামী প্রজন্ম।’
সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই, ক্যাম্প ইনচার্জসহ পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ, আগত স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের নাগরিকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ক গ্রুপ (৮ম-১০ম) থেকে বিজয়ী ১০ জন শিক্ষার্থীরা হলেন- আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী বিশ^াস জবা, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাওয়াদুল ইসলাম, আবরার জাহিন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিশাত লুবনা, ফারিয়া জান্নাত সায়মা, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সামিয়া রেজা সুহি, আলমডাঙ্গা একাডেমির ছাত্র শাহিন রেজা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়েল ফাহমিদা আফিফা ও বুইচিতলা বড় বলদিয়া দাখিল মাদ্রাসার সাবিরা খাতুন। খ গ্রুপ (একাদশ-দ্বাদশ) থেকে বিজয়ী পাঁচজন হলেন- আলমডাঙ্গা সরকারি কলেজের ছাত্রী মাছুরা খানম মিম, নানজিবা রায়সা সিনথিয়া, ফারজানা ইয়াসমিন সুমি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের তাহেরা তুরাবি কেয়া ও মারিয়াম সিদ্দিকা জোয়ার্দ্দার। গ গ্রুপ (স্নাতক-স্নাতকোত্তর) থেকে বিজয়ী তিনজন হলেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজর ছাত্রী শারমিন আক্তার, তাহেরা ইয়াসমিন লিনা ও সাগরিকা খাতুন।
এদিকে, পুরস্কার বিতরণ সভা শেষে পুলিশ লাইন্স মসজিদের বারান্দা ও ওজুখানা সংস্কার কাজ এবং পুলিশ লাইন্সের অভ্যন্তরে নির্মিত মৃত ব্যক্তির গোসল দেওয়া স্থানে উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।