চুয়াডাঙ্গায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) ইন্টার্র্নি (বিডিএমএসএ) চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ম্যাটস শিক্ষার্থীদের সদ্য প্রাণী অসংগতিপূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ, সংশোধন এবং শূন্য পদে নিয়োগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইন্টার্ন মেডিকেল অ্যাসিসটেন্ট নাঈমুর রহমান, ফয়সাল, নাসিম হোসেন, মোছা. মেরি, উর্মি খাতুন, মোছা. ইলোরা, সোহানুর রহমান প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত বারচিঅ/১৬/২০২৩/১৬৯ স্মারকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স-এর নতুন কারিকুলাম প্রদান করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি ওই কারিকুলামের মাধ্যমে আমাদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতীব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বাতিল করা হয়েছে। যা আমাদের জাতীয় জীবনে দক্ষ জনবল হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। যেহেতু পাশকৃত ডিএমএফ পেশাদারগণ চিকিৎসা সেবার মতো অতিসংবেদনশীল কার্যক্রমের সাথে জড়িত। অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম বাস্তবায়িত হলে তা হবে জনগনের চিকিৎসা সেবার ক্ষেত্রে হুমকি। এছাড়াও কোর্স সময়সীমা/শিক্ষাবর্ষ চার বছর করা হলেও বর্হি বিশ্বের ডিপ্লোমা কারিকুলামের মানদণ্ড অনুযায়ী করা হয়নি যার দরুন কোর্স সম্পূর্ণকারী পেশাদারগণ বৈদেশিক কর্মসংস্থান থেকেও বঞ্চিত হবে, কোর্সের নামকরণসহ নানাবিধ অসংগতি লক্ষণীয়।

কোর্সের নাম: ১৯৮৫ সালের ২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিসটেন্ট কোর্সের স্থানে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি করার নির্দেশ দিয়েছে যার দরুন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বাস্তবায়ন করেছে ওই বিষয় বিবেচনা করে বর্তমানে কোর্সের পূর্ণ নাম ‘ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালটি’ উল্লেখ করা। ভর্তি যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বিভাগ জিপিএ ৪, ৪ বছরের একাডেমিক ও পূর্বের ন্যায় ১বছরের ইন্টার্নশিপ বহাল রাখা। বিষয় বাড়ানো ও বিষয় ভিত্তিক পরীক্ষার মার্কস বৃদ্ধি সর্বমোট (ন্যূনতম ২৬০০ মার্কস) ও সিলেবাস বৃদ্ধি করা। বিশেষ করে ফার্মাকোলজি বিষয়ে সিলেবাসে গ্রুপ ভিত্তিক জেনেরিক ড্রগ বৃদ্ধি করতে করা।

উপরিউক্ত বিষয়াদীসহ ম্যাটস শিক্ষার্থীদের প্রাণের তিন (০৩) দফা দাবিসমূহ, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান। বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।