
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত ৬ চালক ও হেল্পারদের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সংগঠনের শহীদ আবুল কাশেম সড়কের প্রধান কার্যালয়ে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, আলমডাঙ্গা শাখার সভাপতি মো. রিয়াজ উদ্দিন, দৌলতদিয়াড় শাখার সভাপতি মনিরুল ইসলাম, কেদারগঞ্জ শাখার কোষাধ্যক্ষ মো. লালা প্রমুখ।