
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ায় খোকা শেখ (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আত্মহত্যা করেছে। মৃত খোকা শেখ মৃত রুস্তম শেখের ছেলে। তার পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় সে তার নিজ ঘরে আত্মহত্যা করে।
সকালে পরিবারের সদস্যরা খোকাকে তার ঘরের আঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মহল্লাবাসী ও তার পরিবার জানায়, খোকা মানসিকভাবে ভারসাম্যহীন এবং পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। গতকাল বাদ মাগরিব নিহতের জানাজা শেষে তাকে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয়।