
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ডসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মাঝেরপাড়ার নেয়াল মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৪৩) ও শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার আব্দুল সাত্তারের ছেলে সাব্বির হোসেন (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহাকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আমিনুলকে আটক করেন। বিকেল পাঁচটার দিকে সাব্বির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমিনুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং সাব্বির হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। গতকালই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।