নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ার বজলুর রহমানের ছেলে রাকিব (৩০) শান্তিপাড়ার মিন্টুর স্ত্রী সেলিনা বেগম (২৭)। এসময় কৌশলে পালিয়ে যান আলোচিত মাদককারবারি বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুলের স্ত্রী শিপ্রা বেগম (৬০)। তার বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বেলা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপপরিদর্শক আকবর হোসেন এবং সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার শান্তিপাড়ার একটি আম বাগানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রাকিবকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রাকিবকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই দল বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ায় আলোচিত মাদক কারবারি শিপ্রা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় শিপ্রা বেগম কৌশলে পালিয়ে গেলেও সেলিনা বেগমকে আটক করা হয়। শিপ্রা বেগমের বাড়ি থেকে ৫০৬ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নিয়মিত মামলাসহ সেলিনা বেগমকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক শিপ্রা বেগমের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।