
নিজস্ব প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি ও হকপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজাসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মাঠপাড়ার মৃত খেদের আলীর ছেলে কাউছার আলী (৫২) ও পৌর এলাকার হকপাড়ার মৃত আজগার আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে সাতগাড়ি মাঠপাড়ায় অভিযান চালিয়ে ১৮ গ্রাম গাঁজাসহ কাউছার আলীকে আটক করেন। আর সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার হকপাড়ায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ নিজাম উদ্দিনকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।