চুয়াডাঙ্গায় মহিলা দলের ইউনিয়ন কমিটি গঠনে প্রস্তুতি সভা
দলের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান
- আপলোড টাইম : ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি রউফ উর নাহার রিনা এতে সভাপতিত্ব করেন। সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি মহিলা দলের ইউনিয়ন কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শরীফুজ্জামান বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলা দলের কার্যক্রম আরও বেগবান করতে হবে। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করাই আমাদের মূল লক্ষ্য, যা জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে। নেতৃত্বের সঠিক বণ্টন এবং কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে আমরা শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারব।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম নজু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরীন বেগম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম. আর. মুকুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার জোয়ার্দার হিমু, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, শংকরচন্দর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান কাজল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং সদর উপজেলা মহিলা দলের তেজেরা খাতুন। সভায় ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।